প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তেই টিকা নিতে পারছি: পাটমন্ত্রী
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের কারণে আমরা করোনা ভাইরাস প্রতিষেধক টিকা নিতে পারছি। কিন্তু বিশ্বের ১৩০টি দেশ এখনও করোনা টিকা নিতে পারেনি। শ্রমিক অধ্যুষিত অঞ্চল নারায়ণগঞ্জ ছিল করোনার জন্য বিপজ্জনক। এই অঞ্চলের একটি মানুষও না খেয়ে মারা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে খাদ্যসামগ্রী রিলিফ দিয়েছেন।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস-এ পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি বীর প্রতীক।
মন্ত্রী আরও বলেন, বিশ্বের যে কোনও দেশের চেয়ে আমরা এগিয়ে আছি। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও প্রচেষ্টায় করোনাকালেও শিল্পখাতে প্রনোদনা দিয়ে উন্নয়ন অব্যাহত রেখেছেন তিনি। আমরা এখন উন্নয়নশীল দেশে এগিয়ে যাচ্ছি।
পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শামীম ওসমান এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
Tag: English News politics
No comments: