মা-বাবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা!
‘মা জীবনে অনেক কিছু সহ্য করেছেন। অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। কিন্তু কখনো মাথা নিচু করেননি।’ এক সাক্ষাৎকারে মা অমৃতা সিংকে নিয়ে এমনটাই বলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।
১৯৯১ সালে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। এ দম্পতির মেয়ে সারা আলি খান জন্মগ্রহণ করেন ১৯৯৫ সালে। ২০০৪ সালে বিচ্ছেদ হয় সাইফ-অমৃতার। তারপর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান। সম্প্রতি দ্বিতীয় সন্তানে মা হয়েছেন কারিনা। চতুর্থবার বাবা হয়েছেন সাইফ।
সাইফ-কারিনার দ্বিতীয় সন্তানকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলেন সারা আলি খান। ছোট্ট ভাইয়ের জন্য গিফটও নিয়ে গিয়েছিলেন তিনি। ভাইকে দেখেই মা অমৃতাকে নিয়ে আজমীর শরীফ গিয়েছেন এ নায়িকা। সেখান থেকে ফিরেই মাকে নিয়ে মুখ খুলেছেন সারা।
‘মা অনেক কিছু সহ্য করেছেন’- সারার এমন বক্তব্যে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বি-টাউনে। বিশেষ করে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ মনে করছেন, এ কথার মাধ্যমে সাইফ-অমৃতার বিচ্ছেদ নিয়ে ইঙ্গিত দিয়েছেন সারা। আবার অনেকের দাবি, অমৃতার বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সারা আলি খান।
সূত্র: জি নিউজ
No comments: