কাতার ওপেনের সেমিফাইনালে সানিয়া
দুরন্ত ছন্দে প্রত্যাবর্তন ঘটলো সানিয়া মির্জার। এক বছর মাঠের বাইরে থাকার পর স্লোভেনিয়ার আন্দ্রেয়া ক্লেপাককে নিয়ে কাতার ওপেনে মেয়েদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন এই ভারতীয় তারকা।
চতুর্থ বাছাই জুটি আনা ব্লিঙ্কোভা ও গ্যাব্রিয়েলা দাব্রোস্কির বিরুদ্ধে ৬-২, ৬-০ সেটে জিতে যান সানিয়া-আন্দ্রেয়া জুটি।
সোমবারই ডব্লিউটিএ সার্কিটে জয় দিয়ে শুরু হয় সানিয়ার প্রত্যাবর্তন। ইউক্রেনের নাদিয়া কিচেনক ও লুডমিলা কিচেনক জুটিকে ৬-৪, ৬-৭ (৫), ১০-৫ সেটে হারান তিনি।
সানিয়া সার্কিটে তার প্রথম ম্যাচটি খেলেন প্রায় এক বছর পরে। ঘটনাচক্রে এই প্রত্যাবর্তনের আগের সবশেষ ম্যাচটিও খেলেছিলেন কাতার ওপেনে। করোনা অতিমারির জন্য টুর্নামেন্ট বন্ধ থাকায় এত দিন তিনি খেলার সুযোগই পাননি।
প্রসঙ্গত সানিয়া নিজেই জানিয়েছেন যে, তিনিও এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বছরের শুরুতে। আরও জানিয়েছেন, করোনা হওয়ায় বেশ কিছুটা সময় তাকে দু’বছর বয়সি ছেলেকে ছেড়ে থাকতে হয়েছিল। যা তার কাছে একটা সময় দুঃসহ হয়ে উঠেছিল।
উল্লেখ্য, গত বছর সানিয়ার কারণে ভারতীয় দল ফেড কাপের এশিয়া-ওসেনিয়া অঞ্চলে সাফল্য পায়। সেই সময়ে প্লে-অফে ওঠে ভারত। এখন দেখার বিষয়, কাতারে ভারতীয় তারকা শেষ পর্যন্ত মেয়েদের ডাবলসে ট্রফি জিততে পারেন কি না
Tag: English News games
No comments: