Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গাংনী বাজারের সোহাগ বেডিং এবং আকমল স্টোরে অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই




গাংনী উপজেলা শহরের বড় বাজারের এসএম প্লাজা সংলগ্ন ২টি লেপ-তােষকের গােদাম,১টি মনোহরি দোকান ও কয়েকটি বসত বাড়িসহ ১২টি দােকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায়ই অর্ধ কোটি টাকার আসবাবপত্র ও মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে গাংনী বাজারের মনিরুল ও সোহাগ বেডিং এবং আকমল স্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরবর্তি ওই আগুন আশে-পাশের বসতবাড়ি ও অন্যান্য দােকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান সকালে মনিরুল ও সোহাগ বেডিংয়ের গোদামের মধ্য থেকে ধোয়া বেরাচ্ছিল। এসময় খবর পেয়ে মেহেরপুর ও বামন্দী ফায়ার সার্ভিসের ৪টিদল এবং গাংনী থানা পুলিশের একাধিকদল আড়াই ঘণ্টা যাবত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু ততোক্ষণে আগুনে পুড়ে গোদামের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারণা,যে মার্কেটের পিছনের লেপ তােষকের গুদামে আগুন লেগেছিল। ওই মার্কেটের সরু প্রবেশ পথে ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছিল। ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তোষকের গুদামের আগুন লেগেছিল। পরবর্তীতে পাশের দােকান ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মনিরুল বেডিংয়ের মালিক মনিরুল ইসলাম জানান,আমার লেপ-তােষক ও পাশেই সোহাগ বেডিং এবং আকমল স্টোরের মধ্য থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসছিল। এসময় স্থানীয় জনগণ আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে মেহেরপুর ও বামন্দী ফায়ার সার্ভিসের দল এবং গাংনী থানা পুলিশের বেশ কয়েকটিদল আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে ৩টি প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৩টি দোকানসহ পাশের আরাে ১০টি দােকানে আনুমানিক প্রায়ই অর্ধ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক শরিফুল হাসান ভুইয়া জানান, প্রাথমিকভাবে আগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply