Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ধর্ষণের দায়ে রবিনহোর ৯ বছরের জেল বহাল




ধর্ষণের দায়ে রবিনহোর ৯ বছরের জেল বহাল

২৩ বছরের এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৯ বছরের সাজা হয়েছিল ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহোর। গত বছর সাজার বিপক্ষে আপিল করেছিলেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই স্ট্রাইকার। তবে মিলানের আদালত এবারও তার সাজা বহাল রাখল। মিলান কোর্টের বরাত দিয়ে ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাব্লিকা জানায়, কোর্টকে ভুল তথ্য দিয়ে অনুসন্ধানকে ভুল পথে চালানোর চেষ্টা করেন রবিনহো। তবে, ইতালির সুপ্রীম কোর্টে আবেদনের সুযোগ রয়েছে তার সামনে। ৪৫ দিনের মধ্যে সেই আবেদনটি করতে পারবেন রবিনহো। জানা যায়, ২০১৩ সালে ইতালির উত্তরাঞ্চলের শহর মিলানের একটি নাইট ক্লাবে আলবেনীয় বংশোদ্ভূত ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। যে ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন রবিনহো এবং তার বন্ধু রিকার্ডো ফ্যালকো। ওই নারী সেদিন তার ২৩তম জন্মদিন পালন করছিলেন। রবিনহো তখন এসি মিলানের হয়ে ইতালিতে খেলতেন। এ ঘটনায় ২০১৭ সালে ইতালির একটি আদালত রবিনহোর বিরুদ্ধে ৯ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ইতালির আদালত সেই ৯ বছরের সাজা বহাল রাখার সিদ্ধান্ত দেন। কিন্তু রবিনহো সেই রায় প্রত্যাখান করে আপিল করেন। এবারও আদালতের রায় তার বিপক্ষে গেল। গত বছর ব্রাজিলের একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে রবিনহো বলেন, ‘তার সম্মতিতেই আমরা কাছাকাছি আসি। তারপর আমি বাসায় চলে যাই। যখন আমরা কাছাকাছি এলাম, তখন সে নেশাগ্রস্তও ছিল না। তবে আমি কাউকে ধর্ষণ করার মতো অপরাধ করিনি।’ ২০১৭ সালে সেই রায়ের পর থেকেই ইতালি যাওয়া বন্ধ হয়ে যায় রবিনহোর। জেলের শাস্তি এড়াতে ইতালিতে খেলার চিন্তা বাতিল করেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply