পাঁচ অতিরিক্ত সচিবের দপ্তর বদল
পাঁচ অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। রোববার (১৪ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খানকে স্বাস্থ্য সেবা বিভাগে, কৃষি মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. শেখ মো. রেজাউল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হককে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।
ksrm
আরও পড়ুন… আগামী ১৭ মার্চ সারাদেশে সব মার্কেট ও দোকান বন্ধ
আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্যকে জনকূটনীতি অনুবিভাগের পরিচালক (মিশন) করা হয়েছে। একইসঙ্গে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
Tag: English News politics
No comments: