একদিনে ভ্যাকসিন নিলেন ১ লাখের বেশি মানুষ
দেশে করোনা ভ্যাকসিন দেয়ার ২৪তম দিনে ১ লাখ ৯৮৩ জন ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৬১ হাজার ৩৫৪ জন ও নারী ৩৯ হাজার ৬২৯ জন ভ্যাকসিন নেন।
Nagad Banner
এ নিয়ে আজকে পর্যন্ত সারা দেশে ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন ও নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন।
আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ২৩ হাজার ১৩০ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৯৮২ জন ও নারী নয় হাজার ১৪৮ জন ভ্যাকসিন নেন।
ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৩৮ হাজার ২১৯ জন। এরমধ্যে পুরুষ ২৩ হাজার ৩৩৭ জন ও নারী ১৪ হাজার ৮৮২ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৫০০ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ২২৬ ও নারী এক হাজার ২৭৪ জন।
চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ১০১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১০ হাজার ৫১৫ জন ও নারী ছয় হাজার ৫৮৬ জন ভ্যাকসিন নেন।
রাজশাহী বিভাগে ১০ হাজার ১১৯ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ছয় হাজার ৬১ জন ও নারী চার হাজার ৫৮ জন।
রংপুর বিভাগে আট হাজার ৮০৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ পাঁচ হাজার ১৮৫ জন ও নারী তিন হাজার ৬১৮ জন। খুলনা বিভাগে ১৫ হাজার ৬৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ নয় হাজার ৮৫ ও নারী পাঁচ হাজার ৯৮২ জন।
বরিশাল বিভাগে চার হাজার ১৬৬ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ৫৭২ জন ও নারী এক হাজার ৫৯৪ জন এবং সিলেট বিভাগে চার হাজার আট জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ৩৭৩ জন ও নারী এক হাজার ৬৩৫ জন।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।
বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
Tag: English News politics
No comments: