ইনস্টাগ্রামে সাইফ-কারিনা দ্বিতীয় পুত্রের ছবি!
সংগৃহীত
ছবি: সংগৃহীত
সাইফ-কারিনা দম্পতির দ্বিতীয় সন্তানের বয়স এক মাস পূর্ণ হলো রোববার (২১ মার্চ)। সাইফ আলি খানের বোন সাবা আলি খান নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাইফের দ্বিতীয় পুত্রের ছবি। ছবিতে বাবার কোলে দেখা গেছে তৈমুরের ভাইকে।
সন্তান জন্মের আগেই সাইফ-কারিনা জানিয়েছিলেন সদ্যজাত সন্তানকে নেট দুনিয়া থেকে দূরে রাখবেন। সন্তান জন্মের পর হাসপাতাল থেকে দ্রুত বাড়িতে চলে যান তারা। এখনো তৈমুরের ছোট ভাইয়ের নাম বা মুখের ছবি প্রকাশ করেননি তারা।
৩টি ছবির কোলাজ নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাবা আলি খান। একটিতে সদ্যোজাতের মোজা পরা হাত। দ্বিতীয় ছবিতে মায়ের কোলে সে। আর শেষ ছবিতে দেখা গেছে, সাইফের কোলে মাথা রেখেছে তার দ্বিতীয় ছেলে। ক্যাপশনে সাবা লিখেছেন, ‘এক মাস, ভালোবাসি তোমায়’।
২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। ২০১৬ সালে প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। তার নাম তৈমুর আলি খান। গত ২১ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্রসন্তান জন্ম দিয়েছেন কারিনা।
সূত্র: আনন্দবাজার
No comments: