আফগানদের উড়িয়ে এবার দুই দিনে টেস্ট জিতেছে জিম্বাবুয়ে
আফগানিস্তানকে সিরিজের প্রথম টেস্টে দুই দিনে হারিয়েছে জিম্বাবুয়ে। ছবি : সংগৃহীত
আবার দুই দিনে শেষ হলো পাঁচ দিনের টেস্ট। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে সিরিজের প্রথম টেস্টে একেবারেই বিধ্বস্ত করেছে জিম্বাবুয়ে। তারা জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
ম্যাচে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ১৩১ রানে। ইব্রাহিম জাদরান ৩১ ও আফসর জাজাই ৩৭ রান করেন। ব্লেসিং মুজারাবানি চারটি ও ভিক্টর নিয়াউচি তিনটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৫০ রানে অলআউট হয়ে যায়। সিয়ান উইলিয়ামস ১০৫ রান করেন। সিকন্দর রাজা ৪৩ ও রেগিত চাকাবভা ৪৪ রান করেন। তাই প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নেয় জিম্বাবুয়ে।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৫ রানে। ইব্রাহিম ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। আমির হামজা করেন ২১ রান। ভিক্টর ও ডোনাল্ড তিরিপানো তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট পান ব্লেসিং। আফগানিস্তান এগিয়ে থাকে ১৬ রানে।
জিম্বাবুয়ে শেষ ইনিংসে ৩.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭ রান তুলে নেয়।
ম্যাচের প্রথম দিনে দুদলের মোট ১৫টি উইকেট পড়ে। দ্বিতীয় দিনে পড়ে আরও ১৫টি উইকেট। ৩০টি উইকেটের মধ্যে ১২টি নিয়েছেন স্পিনাররা। বাকি ১৮ উইকেট গিয়েছে পেসারদের দখলে। ম্যাচসেরা হন উইলিয়ামস।
Tag: English News games
No comments: