তুরস্কে নিষিদ্ধ হতে যাচ্ছে রাজনৈতিক দল এইচডিপি
তুরস্কে নিষিদ্ধ হতে যাচ্ছে কুর্দিপন্থী রাজনৈতিক দল এইচডিপি। বিদ্রোহী গোষ্ঠী পিকেকে’র সাথে যোগসাজশ রয়েছে- সুপ্রিম কোর্ট বরাবর এমন অভিযোগ করেছেন সরকারপক্ষের এক কৌসুলি। যা স্পষ্টভাবে অস্বীকার করেছে তুরস্কের তৃতীয় সর্বোচ্চ বিরোধী দল।
এইচডিপি’র বক্তব্য, এ মামলাটি গণতন্ত্র এবং তুর্কি আইনের জন্য বড় হুমকি। একইসাথে দেশের গণতান্ত্রিক শক্তি, বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে রাজনৈতিক অভ্যুত্থানের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকও দেয় দলটি।
গেলো বছর থেকেই ক্ষমতাসীনদের টার্গেটে পরিণত হয়েছে এইচডিপি’র অনেক কর্মী-সমর্থকরা। এমনকি শীর্ষ কয়েকজন নেতাও ভোগ করছেন কারাদণ্ড।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই বরাবর অভিযোগ করেন, নিষিদ্ধ সশস্ত্র সংগঠন পিকেকে’র রাজনৈতিক দল এইচডিপি।
Tag: English News world
No comments: