Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লাইফ সাপোর্টে চিত্রনায়ক শাহীন আলম




শাহীন আলম। সংগৃহীত ছবি: শাহীন আলম। সংগৃহীত বাংলা সিনেমার এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলমের অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার (৬ মার্চ) থেকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে ওমর সানী লিখেছেন, ‘শাহীন আলম আমার বন্ধু। একসাথে পথচলা, অভিনয়ে ও অসাধারণ। দীর্ঘসময় ধরে চলচ্চিত্রে কাজ করছে না। কিছুদিন আগে কিডনিজনিত সমস্যায় ওকে দেখতে গিয়েছিলাম। পরে শুনলাম ওর কিডনি দুটাই বিকল, ডায়ালাসিস করছে বেশ কিছুদিন যাবৎ। গতকাল (৭ মার্চ) ওর ছেলে ফোন দিয়েছিল। শুধু বলল, আঙ্কেল বাবা লাইফ সাপোর্টে, করোনা পজিটিভ। আল্লাহ তুমি সুস্থতা দান করো, বন্ধুকে ফিরিয়ে দাও।’ এদিকে জায়েদ খান তার ফেসবুকে লিখেছেন, ‘চিত্রনায়ক শাহীন আলম গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতায় সবার দোয়া কামনা করছি।’ শাহীন আলমের ছেলে ফাহিম জানান, আগে থেকেই তার বাবার কিডনি জটিলতা ছিল। তার সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও রয়েছে। ডায়ালাইসিস চলাকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তারপর দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ঢাকা বেড়ে উঠা শাহীন আলম শুরুতে মঞ্চে অভিনয় করতেন। ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে ১৯৮৬ সালে সিনেমায় পা রাখেন তিনি। ১৯৯১ সালে শাহীন অভিনীত ‘মায়ের কান্না’ সিনেমাটি মুক্তির পর নজরে আসেন তিনি। একসঙ্গে সাতটি সিনেমায় চুক্তিবদ্ধ হন শাহীন। এরপর দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। শাহীন আলম অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘প্রেম দিওয়ানা’, ‘চাঁদাবাজ’, ‘প্রেম প্রতিশোধ’, ‘টাইগার’, ‘রাগ-অনুরাগ’, ‘দাগি সন্তান’, ‘বাঘা-বাঘিনী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আরিফ লায়লা’, ‘আঞ্জুমান’, ‘অজানা শত্রু’, ‘গরিবের সংসার’, ‘দেশদ্রোহী’, ‘আমার মা’, ‘পাগলা বাবুল’, ‘তেজী’, ‘শক্তির লড়াই’, ‘দলপতি’, ‘পাপী সন্তান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বিগবস’, ‘বাবা’, ‘বাঘের বাচ্চা’, ‘বিদ্রোহী সালাউদ্দিন’, ‘তেজী পুরুষ’ ইত্যাদি অন্যতম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply