ঢাকায় মশা কমতে শুরু করেছে, দাবি মেয়রদের
মশা মারতে কীটনাশকের মাত্রা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ বিষয়ে এরই মধ্যে কীটতত্ত্ববিদদের সাথে আলোচনাও করেছে কর্তৃপক্ষ। চলমান ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে মশা নিয়ন্ত্রণে আসছেও বলে দাবি উত্তর ঢাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলছেন, মশা কমতে শুরু করেছে।
মশার বিরুদ্ধে উত্তর সিটি করপোরেশনের লড়াইয়ের তৃতীয় দিন। অঞ্চল-৫ এর অধীনে মোহাম্মদপুর থেকে শুরু হয় অভিযান। ৭টি ওয়ার্ডে মশা নিধনে অংশ নেন ১২ হাজারের বেশি কর্মী।
স্টর্ম ড্রেনে দেয়া হয় কীটনাশক। অলিগলি, বাসাবাড়িতে যাচ্ছেন মশক কর্মীরা। মোহাম্মদপুরে মেয়র আতিকুল ইসলাম জানান, মশা মারতে কীটনাশকের মাত্রা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
মশা মারতে কর্মীদের তদারকি করতে বায়োমেট্রিক ও ট্র্যাকার পদ্ধতি চালুর কথাও জানান মেয়র।
এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস যান লক্ষ্মীবাজারে। সেখানে খেলার মাঠ উদ্বোধন শেষে জানান, এরই মধ্যে কমতে শুরু করেছে মশা। আগামী সপ্তাহে নতুন কীটনাশক ছিটানো শুরু হলে সুফল পাবে নগরবাসী।
সব খাল উদ্ধার হলে মশার উপদ্রব আরও কমবে বলে আশা মেয়র তাপসের।
Tag: English News politics
No comments: