করোনায় ভঙ্গুর ব্রাজিলের স্বাস্থ্য খাত
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতির চরম অবনতি হওয়ায় পুরোপুরি ভেঙে পড়েছে ব্রাজিলের স্বাস্থ্য খাত।
দেশটির হাসপাতালগুলোতে এরই মধ্যে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি থাকায়, সেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে কোভিড রোগীদের। ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে প্রায় সব হাসাপাতালের কোভিড ইউনিটগুলোর।
এর মধ্যেই দেশটিতে বুধবার একদিনে করোনায় মৃত্যু হয়েছে রেকর্ড ২ হাজার ৮ শতাধিক মানুষের, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া এদিন করোনা শনাক্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এক বছরের ব্যবধানে চর্তুথ দফায় পরিবর্তন করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী। করোনায় মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দেয়ায় ভেতরে বাইরে এরই মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।
দেশটিতে এ পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৮০ লাখের বেশি মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৪ শতাংশ। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ছাড়িয়েছে। ভাইরাসটিতে মারা গেছেন ২ লাখ ৬৮ হাজার ৫৬৮ জন।
ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পর ব্রাজিলের অবস্থান। আর মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে আছে ব্রাজিল।
Tag: English News world
No comments: