ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল
বত্রিশ বছর আগে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টার।
বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে পাঠানো একটি চিঠিতে অস্টেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে জানানো হয়, পোর্টার ১৯৮৮ সালে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন।
যদিও এর আগেই নিউ সাউথ ওয়েলস পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত বন্ধ করে দেয়।
এই অভিযোগ প্রকাশ্যে আসার পর অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টারের পদত্যাগের দাবি উঠে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী মরিসন।
বুধবার এক বৈঠকে পোর্টার বলেন, ‘আমাকে ঘিরে যে সমস্ত অভিযোগ করা হয়েছে; এমন কোন ঘটনা কখনো ঘটেনি। আমার প্রধানমন্ত্রী আমাকে ‘পূর্ণ সমর্থন’ করেছেন। আমি আমার পদ থেকে সরে যাচ্ছি না। তবে দুই সপ্তাহের ছুটিতে যাচ্ছি।
ঘটনার শিকার ওই নারী গত বছর নিউ সাউথ ওয়েলস পুলিশকে তার অভিযোগ জানালেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
অভিযোগ জানানোর পর গত জুনেই ওই নারী মারা যাওয়ার কারণে ধর্ষণের অভিযোগের তদন্ত স্থগিত করে পুলিশ।
Tag: English News world
No comments: