Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেসিকে বার্সায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে: বার্সার সভাপতি




লিওনেল মেসিকে বার্সেলোনায় রাখতে সাধ্যমতো চেষ্টা করা হবে। আর্জেন্টাইন তারকাকে অনুপ্রেরণা দিতে ক্যাম্প ন্যু’য়ে দর্শক ফেরাতেও মরিয়া ক্লাবটির নতুন সভাপতি হোয়ান লাপোর্তা। আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব নিয়ে তিনি আরও জানান, লোকসান পুষিয়ে নিতে আয়ের নতুন উৎসের খোঁজে বার্সা। লিওনেল মেসির প্রতি কাতালানদের ভালোবাসা খুব ভালোভাবে টের পান দ্বিতীয় দফায় বার্সার দায়িত্ব নেয়া হোয়ান লাপোর্তা। গত ৭ মার্চ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচনে জয়লাভ করেছেন। দিন দশেক ছাড়া আনুষ্ঠানিকভাবে দায়িত্বটাও বুঝে নিলেন। সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রিয় ক্লাব ছেড়ে যেতে চেয়েছিলেন মেসি। সে সময় রিলিজ ক্লজের বিরাট অঙ্কের অর্থ দিয়েই তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো বড় বড় ক্লাব। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে আবারও ট্র্যান্সফার মার্কেটে নানা গুঞ্জন। নিজেদের সেরা খেলোয়াড়কে কোনোভাবেই যে হারাতে চায় না বার্সা। বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা বলেন, আমি আবারও বলতে চাই, এখানে থাকতে মেসিকে অনুরোধ করব। মেসির যে কোনো সিদ্ধান্ত মেনে নেব আমরা। কিন্তু ওকে রাখতে সাধ্যমতো চেষ্টা করব। কারণ ইতিহাসের সেরা ফুটবলার সে। তার প্রতি আমার ভালোবাসা কতটুকু, তা সে ভালোভাবে জানে। বার্সা তাকে ভালোবাসে। আমি নিশ্চিত, দর্শকপূর্ণ এই স্টেডিয়ামে খেললে আর বিদায়ের কথা ভাবতে পারবে না মেসি। কিন্তু দর্শকপূর্ণ স্টেডিয়ামে কবে হবে খেলা? কবে আবার ক্যাম্প ন্যু'য়ে লাখ খানেক মানুষ মেসির নাম ধরে চিৎকার করবে? করোনা জর্জরিত মৌসুমে এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। পাশাপাশি দর্শক না থাকায় টিকিট, সম্প্রচার স্বত্ব সব মিলিয়ে ব্যাপক লোকসানের মুখে স্প্যানিশ ক্লাবটি। ২০১৯-২০ মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছিল বার্সেলোনার। বার্সেলোনার সভাপতি বলেন, বার্সার আর্থিক অবস্থাই এখন সবার মাথাব্যথার কারণ। ক্লাবের আর্থিক সুদিন ফেরানোই আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে। কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। আয়ের নতুন উৎস তৈরির চেষ্টা করব আমরা। স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন- ব্রাথওয়েট ও জুনিয়র ফিরপোসহ স্কোয়াডের ৭ ফুটবলারকে নাকি গ্রীষ্মকালীন দলবদলে ছেড়ে দিতে চাইছে বার্সা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply