Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে এক ব্যক্তির ২ বছরের কারাদণ্ড




হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জনি নামের এক ব্যক্তি কে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত জনি মেহেরপুর শহরের নতুন পোস্ট অফিস পাড়ার ইউনুস আলী খানের ছেলে। মামলার বিবরণে জানা গেছে ২০১৮ সালের ২ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত ওসমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর শহরের নতুন পাড়ার মোড় এলাকায় অভিযান চালায়, এ সময় জনি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করার পর তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) টেবিলের (ক) ১৯(৪) ধারা একটি মামলা দায়ের করেন। যার জি আর নং ২৮৫/১৮, সেশন কেস নং১৪০/১৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি জনি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড,২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে কামরুল হাসান কৌশলী ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply