বিএনপি ৭ মার্চের ভাষণের আবেদন বুঝবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে, তার প্রতিষ্ঠিত দল বিএনপি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন বুঝবে না সেটাই স্বাভাবিক। ঐতিহাসিক ৭ মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই আলোচনা সভায় যোগ দেন। এ সময় তিনি বলেন, যেই ভাষণ শুনে পুরো জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ভাষণের গুরুত্ব বিদেশিরা বুঝলেও দেশের কিছু মানুষ তা বোঝে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চট্টগ্রামে ২৫ মার্চ যারা বেরিকেড দিচ্ছিল, তাদের ওপর যারা গুলি চালিয়েছিল, তার মধ্যে জিয়াউর রহমান একজন। চট্টগ্রামের যারা মুক্তিযোদ্ধা, অনেকের কাছে জিজ্ঞেস করলে এ তথ্য পাওয়া যাবে। দেশেও আছে, বিদেশেও অনেকে আছে। পাকিস্তানি হানাদার বাহিনী যখন জনগণের ওপর গণহত্যা শুরু করেছে, গণহত্যা শুরু করার পর জাহাজ দিয়ে অস্ত্র নামাতে যাচ্ছে, তার হাতে, এবং যে জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, ক্ষমতা দখল করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে, সেই অবৈধ ক্ষমতায় বসে দল গঠন করেছে, সে দলের নেতারা ৭ মার্চের ভাষণের ভাষা বুঝবে না, মর্ম বুঝবে না এটাই তো স্বাভাবিক।’
বিএনপি পাকিস্তানের মতো করেই বাংলাদেশে রাজনীতি করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপির কাছে শুধুই ভোগের বস্তু। তিনি বলেন, জনগণের কল্যাণ তাদের কাছে কোনো গুরুত্বই বহন করে না। তারা করোনার টিকা নিয়ে কটূক্তি করার পরেও নিজেরা টিকা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের সময় কত কথাই তো তারা বলেছে। এমনকি টিকা নিয়ে তো কত কটূক্তি করেছে। সেই টিকাই তো তাদের নিতে হলো। আমি সরকারে আছি, পয়সা দিয়ে টিকা কিনে বিনা পয়সায় দিচ্ছি। আর সেই বিনা পয়সার টিকা তো নিয়েছে, নেয়নি বিএনপির নেতারা? সবাই নিয়েছে। কিন্তু তার আগে তাদের কথাগুলো কী ছিল? কাজেই ওরা ওভাবে বলবে।’
করোনা সংক্রমণ কমাতে সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরারও আহ্বান জানান প্রধানমন্ত্রী
Tag: English News lid news national
No comments: