ভারতে খেলতে গিয়ে কান্নাকাটি করা উচিত নয় : রিচার্ডস
ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। ছবি : সংগৃহীত
ভারতের কাছে সিরিজের তৃতীয় টেস্টে বাজেভাবে হেরেছে ইংল্যান্ড। এই ব্যর্থতার জন্য ইংল্যান্ড দলের খেলোয়াড়-কর্মকর্তা অনেকেই আহমেদাবাদের পিচকে দায়ী করেছেন। তবে সিরিজের শেষ টেস্টেও একই রকম পিচ তৈরি করার পরামর্শ দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস।
চেন্নাইতে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট এবং আহমেদাবাদের তৃতীয় টেস্টের পিচ নিয়ে যে সমালোচনা চলছে, তা অবাক করেছে রিচার্ডসকে। ভারতের অবস্থানকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের উচিত কান্নাকাটি না করে স্পিন বোলিং মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করা। পেস বোলিংয়ের মতো স্পিন বোলিংও ক্রিকেটের অংশ, এ কারণেই খেলাটাকে টেস্ট ক্রিকেট বলা হয়। ভারতে খেলতে গিয়ে স্পিন ট্র্যাক নিয়ে হতাশ হওয়া উচিত নয়।’
নিজের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে রিচার্ডস বলেন, ‘সম্প্রতি ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজ নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয়, বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট নিয়ে। পিচ নিয়ে যেরকম হাহাকার চোখে পড়ছে, তাতে আমি একটু বিভ্রান্ত। যাঁরা কান্নাকাটি করছেন, তাঁদের স্মরণ করিয়ে দিতে চাই, একটা সময় আপনদের সিমিং পিচে খেলতে হয়। বল গুডলেন্থ স্পট থেকে হঠাৎ লাফিয়ে ওঠে। তখন মনে করা হয় এটা ব্যাটসম্যানদের সমস্যা। ব্যাটসম্যানরা এর সঙ্গে মানিয়ে নেন। তবে এখন আপনারা অন্য দিকটা দেখতে পাচ্ছেন। যে কারণেই এটাকে টেস্ট ম্যাচ বলা হয়। এখানে সবরকম পরীক্ষা দিতে হয়।’
রিচার্ডস আরও বলেন, ‘পিচে বল ঘুরছে বলে অভিযোগ উঠছে। তবে এটা মুদ্রার অন্য পিঠ। মানুষ ভুলে গেছে ভারতের মাটিতে টেস্ট খেলা হচ্ছে। ভারতে খেলা হলে এমন পিচ প্রত্যাশিত। আপনি ভারতে খেলতে যাচ্ছেন মানে স্পিনিং ল্যান্ডে আপনার পরীক্ষা নেওয়া হবে। আপনার উচিত এরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া।’
শেষে ভিভ বলেন, ‘ইংল্যান্ড চতুর্থ টেস্টে কীভাবে পাল্টা লড়াই করে, সেটা এখন দেখার। যদি আমি ভারতে থাকতাম এবং পিচ তৈরিতে আমার ভূমিকা থাকত, তবে আমি একই রকম পিচ তৈরি করতাম। ইংল্যান্ড এতদিন ভালো জায়গায় ছিল। ভারত তাদের সেই জায়গা থেকে টেনে নামিয়েছে
Tag: English News games
No comments: