নিষেধাজ্ঞা উপেক্ষা করে থাইল্যান্ডে সমাবেশ; আটক নেতাদের মুক্তি দাবি
থাইলান্ডে সরকার-বিরোধী আন্দোলনে আটক নেতাদের মুক্তির দাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী ব্যাংককে শত শত বিক্ষোভকারী সমাবেশ করেছেন। শুক্রবার থাই সরকার প্রকাশ্য জনসমাবেশ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
গত বছর থাইল্যান্ডে তরুণদের নেতৃত্বাধীন একটি আন্দোলন গড়ে ওঠে যারা থাই প্রধানমন্ত্রী প্রাইয়ূত ওচার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আসছে। এছাড়া বিক্ষোভকারীরা থাইল্যান্ডের শক্তিশালী রাজতন্ত্রের সংস্কার দাবি করছেন।
গতকালের বিক্ষোভ সমাবেশ থেকে আটক নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়া হয়। সমাবেশ মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি পানি কামান ব্যবহার করে। এছাড়া, সংবিধানের ১১২ নম্বর অনুচ্ছেদ বাতিলেরও দাবি জানান বিক্ষোভকারীরা। ওই অনুচ্ছেদে থাই রাজার বিরুদ্ধে যেকোন ধরনের মানহানিকর বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে।
Tag: English News world
No comments: