করোনার টিকা নিয়েছেন ভারতের জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী
করোনার টিকা নিয়েছেন ভারতের জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী। মঙ্গলবার (০২ মার্চ) আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন। টুইটারে টিকা নেওয়ার ছবি পোস্ট করে সবাইকে সে খবর জানিয়েছেন শাস্ত্রী নিজেই।
টুইটারে শাস্ত্রী লেখেন, 'করোনা টিকার প্রথম ডোজ নিলাম। করোনা মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক এবং বিজ্ঞানীদের ধন্যবাদ। টিকা নেওয়ার সময় সাবলীল ব্যবস্থাপনা ও হাসপাতালের ডাক্তারদের ব্যবহারে আমি মুগ্ধ।'
এদিকে, ৪ মার্চ থেকে আহমেদাবাদে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট। ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে ড্র করলেই হবে ভারতের।
Tag: English News games
No comments: