Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ১




পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ১

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটের দিন যতই আগাচ্ছে, সহিংসতাও বেড়েই চলেছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানায়, রোববার( ২১ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের পিন্ডরাকুলি গ্রামে। নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন (৫৫)। নিহত দুর্গা সোরেনের স্ত্রী সাকরো সোরেন গণমাধ্যমকে বলেন, বিজেপির লোকজন আমায় ও আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ নিয়েই ঝামেলার সূত্রপাত। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে। তৃণমূলের আগুইবনি অঞ্চলের সভাপতি জগদীশ মাহাতো জানান, গণ্ডগোলের ঘটনায় আমাদের কর্মী দুর্গা সোরেনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনায় জখম অবস্থায় দুর্গা সোরেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের বাহিনী আসে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় গণমাধ্যমকে জানান,'ঘটনার কথা শুনেছি। কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply