ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হচ্ছে: মেগান
ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা উপস্থাপিকা ওপরাহ্ উইনফ্রেকে দেয়া এক সাক্ষাৎকারে মেগান এমন অভিযোগ করেন।
মেগান বলেন, ভবিষ্যতে আমাদের ব্যাপারে মিথ্যা ছড়ানো চেষ্টা হলে আমি ও আমার স্বামী প্রিন্স হ্যারি চুপ থাকবো না।
মূল সাক্ষাৎকারের চুম্বক অংশ নিয়ে বানানো ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপণ থেকে মেগানের এসব বক্তব্য জানা যায়।
রোববার যুক্তরাষ্ট্রে ও সোমবার যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি প্রচার হবে।
এদিকে মেগানের বিরুদ্ধে ওঠা রাজপরিবারের কর্মকর্তাদের সাথে অসদাচরণের অভিযোগের তদন্ত শুরু করেছে বাকিংহাম প্যালেস। অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স হ্যারি ও মেগান। একে তাদের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার আরও একটি হীন চেষ্টা বলেছেন এই দম্পতি।
২০২০ সালে ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব-কর্তব্য থেকে অব্যাহতি নিয়ে বতর্মানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন হ্যারি ও মেগান।
সম্পতি সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, মেগান কেনসিংটন প্যালেসে থাকার সময় ২০১৮ সালে কয়েকজন কর্মীর সঙ্গে বাজে আচরণ করেছিলেন। এক কর্মীর পাঠানো ইমেইলকে উদ্ধৃত করে প্রতিবদনটি প্রকাশ করা হয়। পরে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, এ অভিযোগ খতিয়ে দেখবে তারা।
তারই প্রেক্ষিতে সাক্ষাতকারে এমন বক্তব্য দিলেন মেগান।
Tag: English News world
No comments: