ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ
দেশে এখন পর্যন্ত প্রায় ৩৮ লাখ মানুষ (৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২) করোনা ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৮৪৮ জনের। পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।
Nagad Banner
গত ২৪ ঘণ্টায় মোট ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৭ হাজার ২০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ ও মহিলা ৪১ হাজার ৭৭০ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়: ঢাকায় ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহে ১ লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রামে ৮ লাখ ৪ হাজার ৫০৪ জন, রাজশাহীতে ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুরে ৩ লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনায় ৪ লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশালে ১ লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ১৯ হাজার ৫৪১ জন করোনা টিকা নিয়েছেন।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।
বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।
বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।
এরমধ্যে আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
Tag: English News lid news national
No comments: