আর্চারের বোলিং তোপে বিধ্বস্ত ভারত
ভারত বনাম ইংল্যান্ডের লড়াই। ছবি : সংগৃহীত
দারুণ বোলিংয়ে স্বাগতিক ভারতকে অল্পতে থামিয়ে দিয়েছেন ইংলিশ বোলাররা। একাই তিন উইকেট নিয়েছেন পেসার জফরা আর্চার। ব্যাট হাতে বাকি কাজ সেরেছেন ব্যাটসম্যানেরা। দুই বিভাগের দাপটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড।
সিরিজের প্রথম ম্যাচে গতকাল শুক্রবার ভারতকে আট উইকেটে হরিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। তিন উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আর্চার।
আহমেদাবাদ স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে থামে ভারত। বল হাতে স্বাগতিকদের টপ অর্ডার চেপে ধরেন মার্ক উড ও আর্চার। দলীয় ২০ রান তুলতেই তিন টপ অর্ডারকে হারিয়ে ফেলে স্বাগতিকেরা। বাকিরাও ছিলেন ব্যর্থ। অধিনায়ক বিরাট কোহলি তো রানের খাতাই খুলতে পারেননি। মিডল অর্ডারে ব্যাট করে একাই লড়েছেন শ্রেয়াস। তাঁর ব্যাটে চড়ে ১০০ ছাড়ানো পুঁজি পায় ভারত। ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন শ্রেয়াস। এ ছাড়া ২১ রান করেন পন্ত।
ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ইংলিশদের জয়ের ভিত গড়ে দেন জেসন রয় ও জস বাটলার। দুইজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ইংল্যান্ড। বাটলার করেন ২৮ রান, রয় আউট হন ৪৯ রানে। এ ছাড়া ২৪ রান করেন ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো করেন ২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ২০ ওভারে ১২৪/৭ (ধাওয়ান ৪, রাহুল ১, কোহলি ০, পন্ত ২১, আইয়ার ৬৭, হার্দিক ১৯, শার্দুল ০, সুন্দর ৩*, প্যাটেল ৭*; রশিদ ৩-০-১৪-১, আর্চার ৪-১-২৩-৩, উড ৪-০-২০-১, জর্দান ৪-০-২৭-১, স্টোকস ৩-০-২৫-১, কারান ২-০-১৫-০)।
ইংল্যান্ড : ১৫.৩ ওভারে ১৩০/২ (রয় ৪৯, বাটলার ২৮, মালান ২৪*, বেয়ারস্টো ২৬*; প্যাটেল ৩-০-২৪-০, ভুবনেশ্বর ২-০-১৫-০, চেহেল ৪-০-৪৪-১, শার্দুল ২-০-১৬-০, পান্ডিয়া ২-০-১৩-০, সুন্দর ২.৩-০-১৮-১)।
ফল : ইংল্যান্ড ৮ উইকেট জয়ী।
সিরিজ : ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ : জফরা আর্চার।
Tag: English News games
No comments: