মেহেরপুরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু
হয়েছে। মেহেরপুর তাবলীগ জামাত এর আয়োজনে মেহেরপুর সরকারি কলেজ মাঠের ইজতেমা চলবে আগামী শনিবার পর্যন্ত। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে বলে জানিয়েছে আয়োজকরা।
বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে লোক সমাগম হতে থাকে। এলাকা ভিত্তিক আলাদা আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। যেখানে জড় হচ্ছে মেহেরপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লীরা।
ইজতেমা ঘিরে নেওয়া হয়েছে কঠর নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের চৌকশ দল, ফায়ার সার্ভিসের দলসহ সাদা পোশাকের পুলিশ সেখাবে অবস্থান করছে।
এদিকে ইজতেমা ঘিরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। যেখানে বিক্রি হচ্ছে, আতর, জায়নামাজ, পাঞ্জাবীসহ নানা ধরনের মুখরোচক খাবার।
ইজতেমার জিম্মাদার হামিদুর রশিদ জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে মুসল্লীরা আসতে শুরু করেছে। আশা করছি আগামী শনিবার শান্তিপূর্ণ ভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ করতে পারবো।
Tag: others Zilla News
No comments: