সাত দিনে আয় ৪৫ কোটি!
সিনেমাটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
চিত্রনাট্যকার থেকে অভিনেতা বনে যাওয়া নবীন পলিশেঠির বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘জথি রতনালু’। মহাশিবরাত্রি উপলক্ষে গত ১১ মার্চ মুক্তি পায় সিনেমাটি। এই কমেডি-ড্রামার গল্প তরুণকুলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তিন তরুণের কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমা।
করোনা মহামারির মধ্যেও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘জথি রতনালু’ বক্স অফিসে ঝড় তুলেছে। দর্শক ও চিত্রসমালোচকদের মুখেও এ সিনেমার প্রশংসা।
এবার এ সিনেমার ব্যবসা প্রসঙ্গে আসা যাক। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির দিন এ সিনেমা অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে সংগ্রহ করেছে ৩.৯৪ কোটি রুপি। দ্বিতীয় দিন সংগ্রহ করে ২.৯৭ কোটি রুপি। তৃতীয় দিন সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৪.২৮ কোটি রুপিতে।
এরপর রোববার সাপ্তাহিক ছুটির দিনে এ সিনেমা সংগ্রহ করে ৫.৩৩ কোটি রুপি। পঞ্চম ও ষষ্ঠ দিনে সংগ্রহ করে যথাক্রমে ২.৭৪ কোটি ও ২.০৫ কোটি রুপি। আর সপ্তাহের শেষ দিনে এ সিনেমা সংগ্রহ করে দুই কোটি রুপি। ভারতে সব মিলিয়ে এক সপ্তাহে নবীনের সিনেমার সংগ্রহ ২৩.৩১ কোটি রুপি।
No comments: