রাতে সেল্টা ভিগোর মুখোমুখি রিয়াল
লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার লক্ষ্যে সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। শনিবার (২০ মার্চ) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত সোয়া ৯টায়। অন্যদিকে বুন্দেস লিগায় স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
লা লিগায় ৬৩ পয়েন্ট নিয়ে টেবিল টপার অ্যাতলেটিকো মাদ্রিদ। ৫৯ পয়েন্ট নিয়ে দুয়ে বার্সেলোনা। আর ২ পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এবার বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। সমীকরণ বলছে, এই ম্যাচে জিতলেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে টপকে টেবিলের দুয়ে উঠে যাবে জিদান বাহিনী।
সবশেষ ম্যাচে আটালান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রিয়াল শিবির। রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয়া সেল্টা ভিগো ২৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশে রয়েছে। তবে কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচার স্বাগতিকদের চেয়ে অনেকটাই এগিয়ে ৩৪ বারের শিরোপা জয়ীরা। পরিসংখ্যানও কথা বলছে রিয়ালের পক্ষেই। দুদলের ৪৭ বারের মুখোমুখি লড়াইয়ে লস ব্লাঙ্কসদের ২৯ জয়ের বিপরীতে সেল্টার জয় ১২টি।
ইনজুরিতে থাকা দানি কারবাহাল, আলভারো, দিয়াজ ও এডেন হ্যাজার্ডের সার্ভিস মিস করবে রিয়াল শিবির। তবে নিষেধাজ্ঞা থেকে ফিরছেন ক্যাসেমিরো। তাইতো ৪-৩-৩ ফরমেশনের ছক এঁকেছেন কোচ জিদান। বুন্দেস লিগায় স্টুটগার্টকে আতিথ্য দেবে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। ২৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাভারিয়ানরা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আটে স্টুটগার্ট।
সময়টা দারুণ কাটছে বায়ার্নের। সবশেষ ৫ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে হ্যান্সি ফ্লিকের দল। তার ওপর গত ম্যাচে লাৎসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে পা রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। সবমিলিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বায়ার্ন মিউনিখ।
Tag: English News games
No comments: