মেহেরপুরের
হচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ৮টার সময় গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন ,উপজেলা আ.লীগ,বীর মুক্তিযােদ্ধাবৃন্দ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। এদিন সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এ সময় বক্তব্য রাখেন,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী ,গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভােকেট রাশেদুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহম্মেদ, গাংনী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি বজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবীবুল বাশার,উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,আ.মীলীগ নেতা ইয়াছিন রেজা,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম,গাংনী উপজেলা সৈনিকলীগের সভাপতি জিয়াউর রহমান প্রমুখ। এদিকে দিবসটি উপলক্ষ্যে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কণ প্রতিযােগতার আয়ােজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন ও সকল উপাসনালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে- গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বিডি (ভোমরদহ-ধর্মচাকী) মাধ্যমিক বিদ্যালয়,হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়, কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,লুৎফুন্নেছা (গোপালনগর) মাধ্যমিক বিদ্যালয়,ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়,হাড়িয়াদহ-মহিষাখোলা মাধ্যমিক বিদ্যালয়,কেএবি মাধ্যমিক বিদ্যালয়,সিএফএম মাধ্যমিক বিদ্যালয়,বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়,বাওট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে,গাংনী পৌরসভা,মটমুড়া ইউনিয়ন পরিষদ,সাহারবাটী ইউনিয়ন পরিষদ,রাইপুর ইউনিয়ন পরিষদ,ধানখোলা ইউনিয়ন পরিষদ,বামন্দী ইউনিয়ন পরিষদ,কাথুলী ইউনিয়ন পরিষদ,কাজীপুর ইউনিয়ন পরিষদ,ষোলটাকা ইউনিয়ন পরিষদ,তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ। দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল ১০টার দিকে গাংনী উপজেলা আ.লীগের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি উপজেলা শহর প্রদিক্ষণ করে। এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। পরে উপজেলা মুক্তিযােদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। সকাল ১১টার দিকে উপজেলা অডিটােরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গােলাম মােস্তাফাসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা অডিটোরিয়াম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করেছে উপজেলা প্রশাসন।Slider
দেশ - বিদেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
others
»
Zilla News
» গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: