পুতিনকে মূল্য দিতে হবে, বাইডেনের হুঁশিয়ারি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চেষ্টা করেছিলেন, সে জন্য তাঁকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন বাইডেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কথা উঠে আসে। পুতিনের নির্দেশে মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই প্রতিবেদন সম্পর্কে বাইডেন বলেন, ‘তাঁকে (পুতিন) এর মূল্য দিতে হবে।’
এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে বাইডেন এবিসি নিউজকে বলেন, ‘আপনারা শিগগিরই এটা দেখতে পাবেন।’
এদিকে পুতিনকে হুঁশিয়ারি দিলেও রাশিয়ার সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে চান বাইডেন। সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ‘একসঙ্গে কাজ করলে আমাদের উভয়ের স্বার্থই রক্ষা হবে।’ যেমন স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি (স্টার্ট) পুনরায় নবায়ন করা।
পুতিনের বিষয়ে বাইডেন বলেন, ‘আমি অন্যদের তুলনায় তাঁকে বেশি ভালো জানি। বিদেশি নেতাদের সঙ্গে কাজ করতে গেলে আমার অভিজ্ঞতায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সম্পর্কে ভালোভাবে জানা।’
পুতিনকে একজন খুনি মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে এবিসি নিউজকে বাইডেন বলেন, ‘আমি মনে করি।
Tag: English News world
No comments: