দেশের প্রথম নারী বনরক্ষী মিলি
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর / অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। কথাগুলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। বর্তমান সময়ে নারীরা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন তারা।
এমনই একজন নারী দিলরুবা আক্তার মিলি। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে উদ্যোগ নেন বনরক্ষী হওয়ার। সেই উদ্যোগে সফল হয়েছেন তিনি। দেশের প্রথম নারী বনরক্ষীর তালিকায় নাম লেখান মিলি।
ksrm
এ ব্যাপারে জানতে চাইলে মিলি বলেন, ছোটবেলা থেকেই বনজঙ্গল নিয়ে আগ্রহ। এক সময় মনে হলো পুরুষ বনরক্ষী হিসেবে কাজ করতে পারলে আমি পারব না কেন? সেই চিন্তাভাবনা থেকেই পড়াশোনা শেষ করে বনরক্ষী হওয়ার উদ্যোগ নিই। পরিবার-পরিজনের সহযোগিতায় সামনে এগুতে থাকি। এরপর বনরক্ষী হিসেবে লিখিত পরীক্ষা ও ভাইভা শেষ করে রাজশাহী পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করি।
তবে মিলির এই চলার পথ মসৃণ ছিল না। তিনি বলেন, এ পেশায় নারীসংখ্যা শূন্যের দিকে হওয়ায় বেশ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। প্রশিক্ষণের আগে ভাইভা দিতে হয়। ২০৩ জন পুরুষের মধ্যে আমি একমাত্র নারী হিসেবে যোগ দিই। প্রথমদিকে সমস্যা হলেও পরে তা মোকাবিলা করে এগিয়ে যাই।
২০১৬ সালে বনরক্ষী হিসেবে যোগ দেন মিলি। তখন থেকে ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যানে কর্মরত রয়েছেন।
Tag: English News politics
No comments: