Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রেমিক-প্রেমিকার ক্রিকেট ম্যাচ!




ক্রিকেট খেললেন রাহুল বৈদ্য ও তাঁর প্রেমিকা দিশা পারমার। ছবি : সংগৃহীত প্রেমিক যদি চান, তবে প্রেমিকা সম্ভবত জাতীয় দলে সুযোগ পাবেন! হ্যাঁ, আপনার এমনটা মনে হতে পারে সদ্য শেষ হওয়া বিগ বসের ১৪তম মৌসুমের প্রথম রানারআপ ও অন্যতম জনপ্রিয় প্রতিযোগী রাহুল বৈদ্য এবং তাঁর সুদর্শনা প্রেমিকা দিশা পারমারকে দেখলে। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বিগ বস শেষে সম্প্রতি প্রেমিকাকে নিয়ে হেলিকপ্টারে করে ঘুরতে বেড়িয়েছেন রাহুল বৈদ্য। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই অন্তরঙ্গ হাস্যোজ্জ্বল ছবি ভাগাভাগিও করেছেন। ক্যাপশনে জানিয়েছেন, তাঁর কিউটি কুইনকে নিয়ে কিছুদিনের জন্য মুম্বাইয়ের বাইরে যাচ্ছেন। সেই ছবিতে দিশাকে দেখা গেছে ব্ল্যাক টপ ও জিন্সে আর রাহুল বৈদ্য পরেছিলেন সাদা টি-শার্ট ও ডেনিম প্যান্ট। গল্প সেখানেই শেষ নয়। আরেক বার অন্তর্জালবাসীর হৃদয় জয় হলো রোববার বিকেলে। একটি ভিডিও প্রত্যক্ষ করল নেটনাগরিকেরা, যেখানে রাহুল ও দিশাকে দেখা গেল জম্পেশ ক্রিকেট খেলতে। এক প্রান্তে প্রেমিক, অন্য প্রান্তে প্রেমিকা। বল হাতে দৌড়ে গেলেন রাহুল, ছুড়লেন; আর সেই বল মাটি কামড়ে পার হলো সীমানা। মনে হচ্ছিল, ক্রিকেটের প্রশিক্ষণ বহু আগে থেকে আছে দিশার। প্রেমিকাকে ক্রেডিট দিতে ভোলেননি রাহুল। তুলনা করে বলেছেন, নতুন বিরাট কোহলি। বিশ্বাস না হয়, দেখুন ভিডিওটি : মাত্র ১৭ ঘণ্টায় প্রেমিক-প্রেমিকার ক্রিকেট খেলার ভিডিওটির ভিউ ছয় লাখ ৪৯ হাজারের বেশি। প্রশংসাসূচক মন্তব্যে ভাসছে কমেন্ট বক্স। নভেম্বরে বিগ বসের হাউসে দিশার ২৬তম জন্মদিনে রাহুল তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাঁকে নিজের জীবনে দেখা সেরা সুন্দরী আখ্যা দিয়ে রাহুল বলেছিলেন, দিশার উত্তরের অপেক্ষায় থাকবেন। এর কয়েক মাস পর এ বছরের ভালোবাসা দিবসে বিগ বসের ঘরে রাহুল বৈদ্যের সঙ্গে দেখা করেন দিশা এবং দিশার হ্যাঁসূচক উত্তর প্রত্যক্ষ করেন টিভি দর্শক। এখন অনুরাগীরা তাঁদের রাজকীয় বিয়ের অপেক্ষায়






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply