এক দশকের সিরিয়া যুদ্ধে নিখোঁজ লাখো মানুষ : জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় সক্রিয় সব পক্ষই মানবাধিকার লঙ্ঘন করেছে প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার জন্য। ছবি : সংগৃহীত
সিরিয়ায় এক দশকের যুদ্ধকালে অবৈধভাবে আটকের পর লাখো মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এমন তথ্য জানিয়েছে। বিবিসির খবরে এ কথা বলা হয়েছে।
এ ছাড়াও কয়েক হাজার ব্যক্তি হয় নির্যাতনের শিকার হয়েছেন বা নিরাপত্তা হেফাজতে থাকার সময়েই মারা গেছেন। দেশটির গৃহযুদ্ধকালীন যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ বিষয়ে নতুন এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।
যুদ্ধের ভুক্তভোগী ও অনেক প্রত্যক্ষদর্শী পরিস্থিতিকে বর্ণনা করেছেন ‘অকল্পনীয় দুর্ভোগ’ হিসেবে, যার মধ্যে ছিলো মাত্র ১১ বছর বয়সী ছেলে-মেয়েদের ধর্ষণের মতো ঘটনাও।
জাতিসংঘের প্রতিবেদনে সিরিয়ার পরিস্থিতিকে ‘জাতীয় ট্রমা’ আখ্যা দিয়ে এর থেকে পরিত্রাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী এক বিক্ষোভের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে দেশটিতে যে সংঘাতের শুরু হয় সেটিই পরে গৃহযুদ্ধে রূপ নেয়, যা এখনও চলছে।
এক দশকের এই সংঘাতে কমপক্ষে তিন লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং দেশটির অর্ধেক জনগোষ্ঠীই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে সিরিয়ার অন্তত ৬০ লাখ মানুষ।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সিরিয়াবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক কমিশন এই তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রায় দুই হাজার ৬৫০ জনের সাক্ষ্য এবং একশর বেশি বন্দিশালার ঘটনার ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
Tag: English News world
No comments: