উৎসবের গান ‘মনে লয় আবার সেই’
বিভিন্ন উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য ভিন্ন ধরনের আকর্ষণ নিয়ে হাজির হন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এর আগে একঝাঁক মডেল ও অভিনয় শিল্পীদের নিয়ে ‘পূজো বাড়ির গান’ প্রকাশ করেছিলেন তিনি। দূর্গাপূজা উপলক্ষে প্রকাশিত ওই গানটি ব্যাপক সাড়া ফেলেছিল।
তারই ধারাবাহিকতায় এবার ‘মনে লয় আবার সেই’ প্রকাশ করেছেন তিনি। জীবন ফারুকীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। আর এতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ঐশী। নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন বিপ্লব সাহা।
উৎসবের এ গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা সময় নিউজকে বলেন, ‘এটি একটি মিউজিক্যাল ফ্যাশন ফিল্ম। প্রায় দুইশ মডেল এবং অভিনয় শিল্পী নিয়ে আমি কাজটি করেছি। অনেক বড় আয়োজনে কাজ করা হয়েছে যেটি দর্শক দেখলেই বুঝতে পারবেন। বাংলার দুই গুরুত্বপূর্ণ উৎসব সামনে। সেই উৎসবকে মাথায় রেখেই এটি করা হয়েছে।’
এ গানে কণ্ঠ দিয়ে ভীষণ উচ্ছ্বসিত ঐশী। গানটি প্রকাশের আগে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে এই গানটির কথার মাঝেই হারিয়ে যাওয়ার, অনেক কিছু ফিরে পাওয়ার আবদার আছে। গানটির প্রতিটি লাইনে, প্রত্যেকটি শব্দে অনেক রকমের স্মৃতিচারণা আছে। আমার বিশ্বাস সব শ্রেণীর শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
ঢাকার অদূরে গাজীপুরে চিত্রায়ণ হয়েছে ব্যয়বহুল এ গানটির। এতে শোবিজের একঝাঁক পরিচিত মুখ দেখা গেছে। নতুন এ উৎসবের গানটি নিয়ে আশাবাদী এ ফ্যাশন ডিজাইনার। তিনি মনে করে, আগের গানের চেয়ে বেশি সাড়া পাবেন এ গানটি থেকে। বাংলার যেকোনো উৎসব উপযোগী করে গানটি করা হয়েছে।
Tag: Entertainment
No comments: