Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মাশরাফীর শহরে এ যেন আরেক মাশরাফী




মাশরাফীর শহরে এ যেন আরেক মাশরাফী

অভিষেক দাশ অরণ্য। টাইগারদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক। দুরন্ত পেসের সঙ্গে মিডল অর্ডারে দারুণ ব্যাটিংয়ে, যিনি নজর কেড়েছিলেন সবার। কিন্তু ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে এ যুবা। বর্তমানে বিসিবির চিকিৎসকদের অধীনে আছেন রিহ্যাব প্রক্রিয়ায়। কঠিন এই সময়ে নিজেকে ভিন্ন ভাবে প্রস্তুত করছেন অভিষেক। যেখানে অনুপ্রেরণা খুঁজেন মাশরাফীতে। মাশরাফীর শহরে এ যেন এক নতুন মাশরাফী। অভিষেক দাশের কথা মনে আছে তো? গেলো বছর যুব বিশ্বকাপে যার পেস তাণ্ডবে মাটিতে নেমেছিলো ভারতের অহম। ফাইনালে তিন উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। সেই সাফল্যের পর অভিষেক ছুটছিলেন বিদ্যুৎ গতিতে। কিন্তু হঠাৎই যেন ছন্দপতন। সখ্যতা ইনজুরির সঙ্গে। এরপর থেকে মাস ছয়েক পেরুলো রিহ্যাবেই আছেন এই টাইগার যুবা। সতীর্থরা যখন মাঠ মাতাচ্ছেন তখন অভিষেক লড়ছেন চেনা শত্রু ইনজুরির বিপক্ষে। অভিষেক দাশ অরণ্য বলেন, আমার ট্রিটম্যান্ট চলছে। খেলতা না পারাটা অনেক কঠিন। খারাপ লাগে। তবে অনেক কিছুই শিখেছি। তবে সেখানে আছে অনুপ্রেরণা। সেটা নড়াইলের আরেক সন্তান মাশরাফীর জন্য। ম্যাশের মতোই অভিষেকও পেসার, বাটিংটাও করেন জুঁতসই। ইনজুরির এই কঠিন সময়ে বাস্তবতাকে মেনে অনুপ্রেরণা খোঁজেন মাশরাফীতেই। অভিষেক দাশ অরণ্য আরো বলেন, মাশরাফী ভাই বলেছেন যেভাবে আগাচ্ছি সেভাবেই আগাতে। আমাকে সব সময় সাহস দেয়। সব ঠিক থাকলে আগামী জুলাই নাগাদ ইনজুরি কাটিয়ে পুরোপুরি মাঠে ফিরতে পারবেন অভিষেক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply