করোনা আক্রান্ত অভিনেতা মনোজ বাজপেয়ী
ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। যারই ফলশ্রুতিতে সম্প্রতি এতে আক্রান্ত হয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। এবার সেই তালিকায় নাম এলো বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর।
সম্প্রতি ‘ডেসপ্যাচ’ সিনেমাটির শুটিং শুরু করেছিলেন মনোজ। সেই সিনেমার সেটেই পরিচালক কানু বহেল করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ বলে জানতে পারেন। পরবর্তীতে মনোজ বাজপেয়ী কোভিড পরীক্ষা করালে তার ফলাফলও পজিটিভ বলে জানতে পারেন।
বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন মনোজ বাজপেয়ী। একই সাথে ডাক্তারের পরামর্শে ঔষুধ খাচ্ছেন।
‘ডেসপ্যাচ’ ছবিটি মূলত ইনভেস্টিগেটিভ থ্রিলার ক্রাইম ভিত্তিক একটি ছবি। যেখানে জার্নালিজম জগতের নানা দিক উন্মোচন হবে। আসন্ন এই ছবিটিতে মনোজ বাজপেয়ী ছাড়াও আরও অভিনয় করছেন সাহানা গোস্বামী।
No comments: