ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালে দেশে যে জরুরি অবস্থা জারি করেছিল সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল--- রাহুল
ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালে দেশে যে জরুরি অবস্থা জারি করেছিল সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে একা সাক্ষাত্কারে এ বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস যুব নেতা।
বুধবার (৩ মার্চ) ভারতীয় গণমাধ্যম জি নিউজে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাক্ষাত্কারে রাহুল স্পষ্ট বলেন, আমার মনে হয় ওই চূড়ান্ত সিদ্ধান্ত ভুল ছিল। এমনকি পরে দাদিরও মনে হয়েছিল জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত সঠিক হয়নি।
এ মন্তব্য করার পাশাপাশি মোদির প্রশাসনকে তুলোধনা করেন রাহুল। তিনি বলেন, সেই সময়ের সঙ্গে এখনকার পরিস্থিতি অনেকটা মিল রয়েছে। তবে পার্থক্য একটা রয়েছে। তা হলো সেই সময় জরুরি অবস্থা চলাকালীন কংগ্রেস দেশের প্রতিষ্ঠানগুলো দখল করেনি। বিজেপি সেটাই করছে। সেই সময় দেশের মৌলিক কাঠামো বদলে ফেলার চেষ্টা করা হয়নি।
তার কথায়, জরুরি অবস্থা ঘোষণা না হলেও বিজেপি যা করছে, তাতে আগামীদিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে।
১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে জারি ছিল জরুরি অবস্থা। সে সময় কেড়ে নেওয়া হয়েছিল মানুষের মৌলিক অধিকার। সাংবিধানিক অধিকার খর্ব হয়েছিল। নিয়ন্ত্রণে রাখা হয় সংবাদনমাধ্যমকেও। বিরোধীদের জেলে পর্যন্ত যেতে হয়েছিল।
Tag: English News world
No comments: