২ বছর পর জাতীয় দলে ওসমান ডেম্বেলে
আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রন্স। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ওসমান ডেম্বেলে।
আগামী বুধবার ইউক্রেনের বিপক্ষে স্তাদে দে ফ্রান্সে প্রথম ম্যাচ খেলবে দিদিয়ের দেশমের ফ্রান্স। পরের ম্যাচ ২৮ মার্চ স্বাগতিক কাজাখস্তানের বিপক্ষে। এ ম্যাচের তিন দিন পর বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে আরো একটি ম্যাচ খেলবে ফ্রান্স। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এ তিনটি ম্যাচ খেলবে দেশম শিষ্যরা। এ জন্য দলও ঠিক করে ফেলেছেন কোচ। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ওসমান ডেম্বেলে। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন তিনি। এরপর ইনজুরির কারণে ছিটকে পড়েন। দীর্ঘদিন পর আবারো কপাল খুলেছে এই বার্সা তারকার। এ মৌসুমে বার্সেলোনার হয়ে ফর্মে আছেন এই উইঙ্গার। এরই পুরস্কার পেলেন তিনি।
Tag: English News games
No comments: