তৃতীয়বার একসঙ্গে জয়-আঁচল
তৃতীয়বার জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা আঁচল আঁখি ও চিত্রনায়ক জয় চৌধুরী। জাফর আল মামুন পরিচালিত ‘এক পশলা বৃষ্টি’ সিনেমায় দেখা যাবে তাদের। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। সময়নিউজকে বিষয়টি জানিয়েছেন জয় চৌধুরী।
তিনি বলেন, সিনেমার গল্পটি খুবই চমৎকার। গল্পের জন্যই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার চরিত্রেও বেশ গুরুত্ব আছে। সেই সঙ্গে বন্ধু আঁচলের সঙ্গে কাজ করছি। আশা করি ভালো একটি সিনেমা নিয়ে হাজির হতে পারব।
এর আগে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ ও মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন জয়-আঁচল।
তৃতীয়বারের মতো আঁচলের সঙ্গে জুটি হওয়া প্রসঙ্গে জয় বলেন, আঁচলের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। পর্দার বাইরে ওর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। সেই বোঝাপড়া থেকে এক সঙ্গে কাজ করতে তেমন কোনো অসুবিধা হয় না।
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ‘শামীম’ চরিত্রে দেখা যাবে জয়কে। অন্যদিকে ‘সুমনা’ চরিত্রে অভিনয় করছেন আঁচল আঁখি। তাদের সঙ্গে ‘সুমন’ চরিত্রে দেখা যাবে কায়েস আরজুকে। পর্দায় সুমন ও শামীমের বন্ধুত্ব এবং সুমনার সঙ্গে প্রেমের বিভিন্ন গল্প দেখতে পাবে দর্শক।
এছাড়া আরও অভিনয় করছেন নানা শাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদ প্রমুখ। ঢাকার উত্তরায় বিভিন্ন লোকেশনে হচ্ছে সিনেমার চিত্রায়ণ। ঢাকার লট শেষ করে পুরো টিম যাবে কক্সবাজার। সেখানেই টানা চিত্রায়ণ করে শেষ হবে এ সিনেমার কাজ।
No comments: