Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সামরিক ক্যু’র সঙ্গে জড়িতদের শাস্তি চান মোরালেস




বলিভিয়ার সামরিক ক্যু’র সঙ্গে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। ২০১৯ সালের নভেম্বর মাসে সংঘটিত সামরিক ক্যু’র মাধ্যমে মোরালেসকে ক্ষমাতচ্যুত করা হয় এবং তিনি দেশ থেকে নির্বাসনে যেতে বাধ্য হন। মোরালেসকে ক্ষমতাচ্যুত করার পর বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জেনিন অ্যানেজ। কিন্তু পরবর্তীতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হন এবং মোরালেস সমর্থিত প্রার্থী বিজয়ী হন। সম্প্রতি বলিভিয়ার আদালত জেনিন অ্যানেজ এবং আরো কয়েকজন সামরিক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছে। এরইমধ্যে অ্যানেজকে গ্রেফতারও করা হয়েছে। এরপর ইভো মোরালেস তাদের শাস্তি দাবি করলেন। জেনিন অ্যানেজ (ফাইল ফটো) অ্যানেজ সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি দাবি করছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র ও বিক্ষোভ উসকে দেয়া এবং সামরিক ক্যু সংঘটিত করার পেছনে অ্যানেজের হাত রয়েছে বলে বলিভিয়ার পাবলিক প্রসিকিউটর উল্লেখ করেছেন।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply