এবারের বই মেলায় ৩ স্তরের নিরাপত্তা বলয় থাকবে
এবারের বই মেলায় ৩ স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়।
মঙ্গলবার সকালে বইমেলায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, বইমেলাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, সাদা পোশাকে পুলিশের পাশাপাশি থাকবে সিসিটিভি, আর্চওয়ে। বইমেলায় প্রবেশ করতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মানুষের অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ হচ্ছে কিনা তাও নজরদারিতে রাখা হচ্ছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
Tag: English News lid news national
No comments: