Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আবারও প্রেমে পড়লেন শ্রাবন্তী




অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের বাইরেও তাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বিশেষ করে প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার ও বিচ্ছেদ নিয়ে বহুবার তিনি শিরোনামে উঠে এসেছেন। এবার আবারও নতুন গুঞ্জন শুরু হয়েছে টালিউডের এই সুন্দরী নায়িকাকে নিয়ে। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন- ‘যদি বলি তোমায় ভালবাসি?’ আর এতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আবারও প্রেমে পড়লেন নায়িকা? এই প্রশ্ন এখন টালিগঞ্জের সর্বত্র। কারও মনে প্রশ্ন উঠেছে- শ্রাবন্তী কি তবে নতুন কারও প্রেমে পড়ছেন? আবার কারও মনে জেগেছে অন্য প্রশ্ন- ‘নায়িকা কি তার পুরনো প্রেমকেই জীবনে ফেরত পেতে চাইছেন?’ এই গুঞ্জন তৈরি হয়েছে তার লেখা একাধিক বার্তায়। যেখানে অভিনেত্রী একদিকে লিখেছেন, ‘যদি বলি তোমায় মিস করছি?’ একই ছবিতে আবার লিখেছেন, ‘যদি বলি তোমাকেই আমার প্রয়োজন?’ আরেকটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘যখন প্রেমে পড়েছিলাম খুব ছোট ছিলাম। জানতামই না ভালবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।’ এতো সব রোমান্স কি জীবনের নতুন বসন্তের আবাস, নাকি কোন নতুন সিনেমার প্রচারণা। এমন জাবাবও দিচ্ছেন কেউ কেউ। যা হোক, নায়িকা পরিস্কার করে না বলা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। উল্লেখ্য, টালিউডে অভিনয় জীবন শুরু করার কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু ২০১৬ সালে ১৩ বছরের সম্পর্ক বিচ্ছেদে রূপ নেয়। তারপর থেকে ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সে বিয়েও ছ’মাসের বেশি টেকেনি। এরপর নায়িকা ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন রোশন সিংয়ের সঙ্গে। কিন্তু গত বছরের নভেম্বর থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলোও করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply