চীনের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকা সবচেয়ে বড় হুমকি: শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকা সবচেয়ে বড় হুমকি। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে যখন বেইজিংয়ের টানাপড়েন বাড়তে শুরু করেছে তখন তিনি এই মন্তব্য করলেন।
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির পর চীনের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে গতকাল (বুধবার) দেয়া বক্তৃতায় শি জিনপিং বলেন, “বর্তমান বিশ্বে গোলযোগের সবচেয়ে বড় উৎস হচ্ছে আমেরিকা। একইভাবে চীনের জন্যও বড় হুমকি ওয়াশিংটন। তবে প্রাচ্যের উত্থান ঘটছে এবং পাশ্চাত্য ক্ষয়িষ্ণু শক্তি পরিণত হচ্ছে।”
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে আমিরকার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন।
চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট তার দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আরো কথা বলবেন বলে পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে বিশ্ব প্রেক্ষাপটে চীনের দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনাও তুলে ধরবেন তিনি।#
Tag: English News world
No comments: