টিকার নিবন্ধন করেছেন ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন
দেশে এ পর্যন্ত ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২৮ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১৬ লাখ ৪১ হাজার ৫৯৯ জন নারী রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮৭ হাজার ৮৬০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫০ হাজার ২৪৪ এবং নারী ৩৭ হাজার ৬১৬ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৪ লাখ ২১ হাজার ৮১৬ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ২৩ হাজার ৪৯৫, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৯৩ হাজার ৪১৬, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ২৭ হাজার ১৬১, রাজশাহী বিভাগে ৪ লাখ ৮৯ হাজার ৫৮৭, রংপুর বিভাগে ৪ লাখ ২৩ হাজার ১৯৮, খুলনা বিভাগে ৫ লাখ ৮৮ হাজার ৪৩৬, বরিশাল বিভাগে ১ লাখ ৯৯ হাজার ৬৫ এবং সিলেট বিভাগে ২ লাখ ৪৩ হাজার ২৭৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি
Tag: English News politics
No comments: