Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে ঋতুপর্ণা




করোনা আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে ঋতুপর্ণা

টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি। সেখানেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। সোমবার (১৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋতুপর্ণা নিজেই বিষয়টি জানিয়েছেন। ফেইসবুক, ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি ভালো বোধ করছি।’ করোনা আক্রান্ত হলেও শরীরে উপসর্গ নেই জানিয়ে ঋতুপর্ণা লিখেছেন, ‘সব রকম প্রশাসনিক নিয়মবিধি মেনে চলছি এবং চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করছি। আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছি এবং এখানকার একটি রিকভারি সেন্টারে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’ ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন তিনি, ‘আপনাদের সবাইকে শান্ত ও নিরাপদ থাকার অনুরোধ করছি। আমার পরিবার এবং স্টাফরা সবাই নিরাপদে আছেন। আপনাদের উদ্বেগ এবং শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ।’ ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী কাজেরসূত্রে দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের বাসিন্দা। নায়িকার দুই ছেলে-মেয়ে অঙ্কন এবং ঋষণাও ওই দেশেই পড়াশোনা করে। লকডাউন এবং তার পরবর্তীকালে লম্বা সময় সিঙ্গাপুরেই কাটিয়েছিলেন ঋতুপর্ণা। দশ মাস পর চলতি বছর জানুয়ারিতে কলকাতায় ফেরেন অভিনেত্রী। এরপর গত দু-মাসে দেশের নানান জায়গায় ‘সল্ট’, ‘অন্তর্দৃষ্টি’, ‘মহিষাসূরমর্দিনী’-র মতো ছবির শ্যুটিং সেরেছেন। মার্চের শুরুতেই ‘অচেনা উত্তম’-এর শুভ মহরতেও শামিল হন ঋতুপর্ণা। এই ছবিতে মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবার কথা তার। এপ্রিলে শ্যুটিং সেটে যোগ দেওয়ার কথা রয়েছে ঋতুপর্ণার। সপ্তাহখানেক আগেই একটি শ্যুটিংয়ের কাজে মুম্বাই গিয়েছিলেন, সেখান থেকেই সিঙ্গাপুরে উড়ে যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply