পারিবারিক সম্পর্ক রাস্তায় নামতে দেননি মওদুদ: তৌফিক ইলাহী
ব্যারিস্টার মওদুদ আহমদকে অসাধারণ মানুষ হিসেবে অভিহিত করে তার নিকটাত্মীয় তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, তার সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকলেও সম্পর্কের হৃদ্যতা কখনো কমেনি। রাজনৈতিক কারণে ব্যক্তিগত সম্পর্ক কখনোই রাস্তায় নেমে আসতে দেননি মওদুদ আহমদ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যারিস্টার মওদুদের মরদেহ তার গুলশানের বাসভবনে নিয়ে আসা হলে সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তিনি বলেন, মওদুদ আহমদ আমার বড় ভাই হিসেবে ছিলেন। তার সঙ্গে প্রায় অর্ধশতাব্দীর পরিচয়। উনার বিয়েতে গিয়েই আমার স্ত্রীকে দেখতে পাই। সেখান থেকেই বন্ধুত্ব আর আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে।
তিনি বলেন, ‘আমি আগে রাজনীতি করতাম না, পরে পথ আলাদা হয়ে যায়। কিন্তু এ কারণে আমাদের পারিবারিক হৃদ্যতা ও ভালোবাসার কোনো কমতি হয়নি।
মওদুদ আহমদকে সৌখিন, উদারমনা, সুরুচি সম্পন্ন ভালো মানুষ অ্যাখ্যা দিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী
বলেন, তিনি কাউকে কখনোই কষ্ট দিয়ে কথা বলেননি।
Tag: English News politics
No comments: