দুই বছর পর ফিরে তিন কোটি হাঁকালেন সামান্থা!
ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ছবি : ইনস্টাগ্রাম থেকে
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা সামান্থা আক্কিনেনি। চলচ্চিত্র থেকে দূরে ছিলেন দুই বছর। সম্প্রতি এ নায়িকা তাঁর আসন্ন ‘শকুন্তলম’ সিনেমার ঘোষণা দেন। সর্বভারতীয় এ সিনেমা উপস্থাপন করছেন দিল রাজু আর ডিআরপি-গুনা টিমওয়ার্কসের ব্যানারে প্রযোজনা করছেন নীলিমা গুনা। সিনেমাটি পরিচালনা করছেন গুণশেখর।
ভারতের তেলেগু দৈনিক সাক্ষী পোস্টের ইংরেজি সংস্করণের খবর, এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি আর মালয়ালাম চিত্রনায়ক দেব মোহন অভিনয় করবেন রাজা দুষ্মন্তের চরিত্রে। সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় থাকবে নারী এবং গল্প আবর্তিত হবে সেই নারীকে ঘিরে।
যদি বিভিন্ন প্রতিবেদন বিশ্বাস করেন, তবে ‘শকুন্তলম’ সিনেমার জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা আক্কিনেনি। সাধারণত প্রতি সিনেমার জন্য সামান্থা পারিশ্রমিক নেন দেড় কোটি রুপি। যদি এ গুঞ্জন সত্য হয়, তবে ‘শকুন্তলম’ সিনেমার জন্য দ্বিগুণ সম্মানী নিচ্ছেন সামান্থা।
সামান্থাকে সবশেষ ‘জানু’ সিনেমায় দেখা গেছে, যেটি তামিল হিট ‘৯৬’-এর রিমেক। বক্স অফিসে এ সিনেমা বেশ ভালো ব্যবসা করেছে। সামান্থা এখন ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ মুক্তির অপেক্ষায় রয়েছেন, যেটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এর মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে সামান্থার।
Tag: Entertainment
No comments: