Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বার্সেলোনার নতুন সভাপতি হোয়ান লাপোর্তা




স্প্যানিশ ক্লাব বার্সেলোনা নতুন সভাপতি পেয়েছে। ২৭ অক্টোবর সভাপতির পদ থেকে জোসেফ মারিয়া বার্তোমেউ’র পদত্যাগের পর থেকেই চলছিল গুঞ্জন। কে হচ্ছে বার্সার সভাপতি। তবে সব গুঞ্জনের অবসান হটিয়ে ভিক্তর ফন্ত ও তনি ফ্রেইসাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পেয়েছেন হুয়ান লাপোর্তা। রোববার (৭ মার্চ) ভোট দিয়ে নতুন প্রধান ও বোর্ড বেছে নিয়েছেন কাতালান ক্লাবটি। লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবাসহ অনেক খেলোয়াড়রাও এতে অংশ নিয়েছেন। মোট ভোট পড়েছে ৫১ হাজার ৯৮৩টি। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করা কাতালান আইনজীবী ও রাজনীতিক লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি বা ৫৪.২৮ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯টি বা ২৯.৯৯ শতাংশ ভোট। আরেক প্রার্থী ফ্রেইসা পেয়েছেন ৪ হাজার ৭৬৯টি বা ৮.৫৮ শতাংশ ভোট। দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে সভাপতির পদ ছাড়েন জোজেপ মারিয়া বার্তোমেউ। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান কার্লেস তুসকেতস। গত ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য তা পিছিয়ে ৭ মার্চ নেওয়া হয়। এই মৌসুমেই শেষ হবে মেসির সঙ্গে ক্লাবের চুক্তি। গত মৌসুমে দল ছাড়তে চাওয়া আর্জেন্টাইন তারকা আগেই জানান, নতুন সভাপতির সঙ্গে কথা বলে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। মেসির ভোট দেওয়াকে অনেকে দেখছেন ইতিবাচক হিসেবে। এদিকে ভোটের দিন লাপোর্তা বলেন, নির্বাচিত হলে রাতেই মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলবেন তিনি। তার কাছে অগ্রাধিকার পাচ্ছে দলটির ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি। নবনির্বাচিত সভাপতি লাপোর্তার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে বার্সেলোনার আর্থিক পরিস্থিতির উন্নতি। বর্তমানে লা লিগার দলটির অর্থনৈতিক অবস্থা ভীষণ নাজুক। মহামারীর মধ্যে বার্সার অর্থনৈতিক অবস্থা শোচনীয় অবস্থায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply