টিকা নেয়ার সংখ্যা ৩৩ লাখ ছাড়াল
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ মঙ্গলবার (২ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মোট ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ksrm
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টিকা নেওয়া ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন ও নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। আজ টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ জন এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট টিকা নেওয়া ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনের মধ্যে ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০ জন, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন এবং সিলেট বিভাগে আছেন ২ লাখ ১ হাজার ৭৩৫ জন।
Tag: English News lid news national
No comments: