লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
বুধবার রাতে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৩২ রানে অলআউট হয় লঙ্কান। দলের হয়ে অর্ধশতক পূর্ণ করেন ধানুশকা গুনাথিলাকা (৫৫), অধিনায়ক দিমুথ করুনারত্নে (৫২) ও আশেন বান্দারা (৫০*)।
ksrm
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৩ রান যোগ করে ফেলেন লুইস ও হোপ। দুজনই এগুচ্ছিলেন ব্যক্তিগত সেঞ্চুরির দিকে। কিন্তু ৬৫ রানের মাথায় থামেন লুইস। দুশমন্থ চামিরার নিখুঁত ইয়র্কারের জবাব খুঁজে পাননি বাঁহাতি এই ওপেনার।
নিজের সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি শাই হোপ। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূরণ করতে খেলেন ১২৫ বল। সবমিলিয়ে ১৩৩ বলে ১১০ রান করে আউট হন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের ৭৯তম ম্যাচে ১০তম সেঞ্চুরি করেন তিনি। হোপের উইকেটও নেন চামিরা।
ড্যারেন ব্রাভো ৩৭ ও জেসন মোহাম্মদ ১৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
আগামী শুক্রবার ১২ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
Tag: English News games
No comments: