ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার সেনাপ্রধান
অবৈধভাবে ক্ষমতা দখলের পর প্রথম আন্তর্জাতিক কোনও সম্মেলনে অংশ নিলেন মিয়ানমার সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং লাইং। বৃহস্পতিবার (১৮ মার্চ) আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন তিনি। এর মধ্যে মিয়ানমাজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে সেনাবাহিনীর দমনপীড়নের মুখে প্রতিদিনই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের শত শত নাগরিক।
জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ধরতে বৃহস্পতিবার ইয়াঙ্গুনের একটি মন্দিরে সাঁড়াশি অভিযান শুরু করে মিয়ানমার পুলিশ। একপর্যায়ে প্রধান ফটক ভেঙে মন্দিরের ভেতরে ঢুকে পড়ে নিরাপত্তা বাহিনী। এমন অভিযানের মুখেও বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের সাধারণ মানুষ।
এদিন ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে ব্যানার ও প্ল্যাকার্ড হতে রাস্তায় নামেন শত শত আন্দোলনকারী। শহরের পাশাপাশি এবার গ্রামগুলোতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন।
চলমান আন্দোলনের মধ্যেই গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাই।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন বা আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সেনা প্রধান। তবে ওই সম্মেলনে মিয়ানমারের বর্তমান সংকট নিয়ে কোনো আলোচনায় হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
Tag: English News world
No comments: